যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৭০ শতাংশ বেশি

Posted on February 15, 2023

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। পণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। বিশেষ করে ডিমের ক্ষেত্রে। স্টোরগুলোতে ডিমের দাম বেড়েই চলেছে। খবর সিএনএনের।

দেশটির পরিসংখ্যান বিভাগের প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যে দেখা গেছে, জানুয়ারির আগের মাসের তুলনায় ডিমের দাম বেড়েছে। জানুয়ারিজুড়ে দাম বাড়ে ৭০.১ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বার্ড ফ্লুর কারণে দেশটিতে ডিমের বাজারে সংকট তৈরি হয়েছে। পাশাপাশি মুরগির খাদ্যের দাম ও পরিবহন খরচও বেড়েছে। তাছাড়া কিছু ব্যবসায়ী সংকটকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভারী করছে।

জানা গেছে, পাইকারি বাজারে গত বছরের ডিসেম্বরে ডিমের দাম রেকর্ড পরিমাণ বাড়ে। এরপর তা কমলেও ভোক্তাদের পর্যন্ত পৌঁছায়নি।

যুক্তরাষ্ট্রের বাজারে মূলত সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। কিন্তু ডিমের দাম সবকিছু ছাড়িয়ে নাটকীয়ভাবে বেড়েছে। দেশটিতে মাখনের দাম ২৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মার্জারিনের দাম বেড়েছে ৪৪.৭ শতাংশ।