ইউসিবি ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে সিএসআর নিটোরকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা

Posted on February 15, 2023

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিটোরকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর)-কে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের পরিচালক প্রফেসর ডা. আবদুল গণি মোল্লার কাছে আনুষ্ঠানিকভাবে ট্রলি, ডায়াথার্মা মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

এ উপলক্ষে নিটোর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, নিটোরের যুগ্ম পরিচালক ডা. নিজামউদ্দিন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মোনায়েম হোসেন, প্রফেসর ডা. ইউনুস, প্রফেসর ডা. আবদুস সবুর, প্রফেসর ডা. কাজী শামীমুজ্জামান, প্রফেসর ডা. গোলাম সারোয়ার, প্রফেসর ডা. আবদুস সবুর, প্রফেসর ডা. কাজী শামীমুজ্জামান, প্রফেসর ডা. গোলাম সারোয়ার, মেট্রন মিসেস সাবিত্রী, সমাজসেবা কর্মকর্তা মিসেস রওশন আরা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিটোরের সহকারী অধ্যাপক ডা. সুবীর হোসেন।

বক্তারা চিকিৎসা সহায়তায় ইউসিবির এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।