নিজস্ব প্রতিবেদক : আজ (১৫ ফেব্রুয়ারি) বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির বা ৮.৭১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের বাংলাদেশ ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫২.২০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২২.০০ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ল্যাম্পস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৭.৩৭ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৫.৭২ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৫.৫৭ শতাংশ, এএমসিএল প্রাণের ৫.৪১ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ৫.০৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৭৬ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৩২ শতাংশ, ফাইন ফুডসের ৩.৭৬ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রির ৩.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস https://corporatesangbad.com/13294/ |