নারায়ণগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Posted on February 15, 2023

নিজস্ব প্রতিবেদক : রংপুর জেলার কাউনিয়া থানার যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিয়ারুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিয়ারুল ইসলাম(৩২)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে রংপুর জেলার কাউনিয়া থানায় ২০১৫ সালে একটি যৌতুক মামলা রুজু হয়। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দে হাইকোর্টের আদেশ স্থগিত

মুগদায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার