এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রামে বাসের চাপায় স্বপন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন শেখ উপজেলার গঙ্গাবর্দী গ্রামের সোনামিয়া শেখের ছেলে। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের কর্মী ছিলেন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান, গত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ওপরে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় সাকুরা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই স্বপন শেখ নামে ওই মোটরসাইকেল আরোহী নিহত হন।
খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রাজৈরে বাসচাপায় বাইকার নিহত https://corporatesangbad.com/13244/ |