নেদারল্যান্ডে আবারো কোরআন অবমাননা, বাংলাদেশের তীব্র নিন্দা

Posted on February 15, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ সম্প্রতি নেদারল্যান্ডের একজন কট্টর-ডানপন্থী ব্যক্তির আবারও পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ‘প্রতিবাদের অধিকার’, ‘মত প্রকাশের অধিকার’ বা ‘মানবাধিকারের’ নামে এক মাসের মধ্যে আবারও এই ধরনের জঘন্য কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ এ ধরনের অনাকাক্সিক্ষত উসকানি বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে ও এ ধরনের জঘন্য কর্মকান্ডের ব্যাপারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। ঐক্য ও শান্তিপূর্ণ সহ-অবস্থানের জন্য বাংলাদেশ মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের যে কোন ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করে ও এর প্রতিবাদ জানায়।’

আরও পড়ুন:

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির

দেশের তৈরী পোশাক শিল্পের জন্য নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জাতিসংঘের অভিনন্দন