আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে খুলনা রেঞ্জের ডিআইজি'র কার্যালয়ে জানুয়ারি-২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক, বিপিএম (বার) পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন।
সভায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ,আইন শৃঙ্খলা রক্ষা, মামলা নিষ্পত্তিসহ চুয়াডাঙ্গা সদর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজলকে খুলনা রেঞ্জের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল তার এই পুরস্কার প্রাপ্তিতে সহযোগিতা করার জন্য চুয়াডাঙ্গা থানার সকল অফিসার ফোর্সসহ জেলার সকল পুলিশ সদস্য, চুয়াডাঙ্গা বাসী ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সদর থানার ওসি মাহাব্বুর রহমান https://corporatesangbad.com/13107/ |