শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দুইজন সহকারী অধ্যাপকের ওপর বর্বরোচিত হামলা ও হত্যায় উদ্দেশ্য নারকীয় তান্ডব এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী গোলাম মোরশেদ সহ সকল অপরাধীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, আব্দুল গফুর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তপন ঘোষ, শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, মো. নাজমুল হোসেন, সহকারী অধ্যাপক আসিফ বায়জিদ সাগর, অমিত কুমার প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ৭ই ফেব্রুয়ারি বাঁশদাহ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের দুইজন সহকারী অধ্যাপক কলেজ থেকে বাড়ি ফেরার পথে বহিরাগত সন্ত্রাসীরা মর্মান্তিক নির্যাতনের মারপিটের শিকার হয়। বর্বরোচিত হামলা ও হত্যায় উদ্দেশ্য নারকীয় তান্ডব এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী গোলাম মোরশেদ সহ সকল অপরাধীদের গ্রেফতার এবং বিচারের জোর দাবী জানানো হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় ২ অধ্যাপকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন https://corporatesangbad.com/13085/ |