দর বাড়ার শীর্ষে অ্যাপেক্স স্পিনিং

Posted on February 13, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ১০ টাকা ৭০ পয়সা বা ৯.২২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৯৪৭ বারে ১৩ লাখ ৪৭ হাজার ৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৬ টাকা ২০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩২৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৯০ পয়সা বা ৮.০৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর, ইস্টার্ণ হাউজিং, আমরা নেটওয়ার্কস, জেমিনি সী, ওয়াইম্যাক্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।