সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সলঙ্গা থানার সরাবাড়ী আলমচাঁদ গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলি খাতুন আব্দুর রশিদের স্ত্রী।
নিহতের স্বামী আব্দুর রশিদ বলেন, ১২ ফেব্রুয়ারি রাতে আমার বাড়ীতে মাকে নিয়ে আমার স্ত্রী ঘুমিয়ে ছিল। গভীর রাতে কে বা কারা কিভাবে আমার স্ত্রীকে মেরেছে আমার তা জানা নেই। আমি বাড়ীতে ছিলাম না।
সোমবার সকালে আমার শাশুড়ী চিৎকার করলে এলাকাবাসী এসে দেখে বিছানার উপড়ে লাশ পড়ে রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।,
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রায়গঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার https://corporatesangbad.com/12834/ |