নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিজ্ঞাপন শিল্পের অন্যতম পথিকৃৎ বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের চেয়ারম্যান রেজা আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৬৮ সালে বিটপী প্রতিষ্ঠা করে তিনি এ দেশে বিজ্ঞাপন শিল্পের একটি শক্ত ভিত্ তৈরি করেছিলেন। ১৯৭১ এর অসহযোগ আন্দোলনের সময় ২২শে মার্চ ‘বাংলার স্বাধিকার’ শীর্ষক ক্রোড়পত্র সংবাদপত্রে প্রকাশ ছিল বিটপীর একটি ঐতিহাসিক পদক্ষেপ।
বাংলাদেশের অভ্যুদয়ের পর রেজা আলীর নেতৃত্বে বিটপী ধীরে ধীরে দেশের প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থা হিসেবে গড়ে ওঠে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও বিটপীর বিশেষ অবদান রয়েছে।
রেজা আলী পোষাকশিল্প ব্যবসায়েও সাফল্য অর্জন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
অ্যাডভার্টাইজিং এজেন্সীস এসোসিয়েশান অব বাংলাদেশ-এর পক্ষে
রামেন্দু মজুমদার
সভাপতি
মুনির আহমেদ খান
সাধারণ সম্পাদক
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রেজা আলীর মৃত্যুতে এ্যাড ক্লাবের শোক https://corporatesangbad.com/12813/ |