কর্পোরেট সংবাদ ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ নতুন নিয়োগপ্রাপ্ত ৫০ জন অফিসারদের ৩ দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ট্রেনিং কোর্স শুরু হয়েছে।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ রবিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি অফিসারদের আহ্বান জানান।
উন্নত নৈতিক চারিত্রিক গুনাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উপব্যবস্থাপনা পরিচালক অফিসারদের পরামর্শ দেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন অফিসারদের ৩ দিনব্যাপী ট্রেনিং কোর্স শুরু https://corporatesangbad.com/12799/ |