পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থানে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২১টি কোম্পানির ৬ কোটি ১০ লক্ষ ৩৯ হাজার ২৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭০ কোটি ৮৪ লক্ষ ৮০ হাজার ২৪২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৭.১৫ পয়েন্ট কমে ৬২৫৬.১৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.০২ পয়েন্ট কমে ২২২৫.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৯৪ পয়েন্ট কমে ১৩৬৫.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাঃ, বিএসসি, ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্সুঃ, জেমীনি সী ফুড, সী পার্ল বীচ্ রিসোর্ট, ওরিয়ন ফার্মা ও ইস্টার্ন হাউজিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আল হাজ্ব টেক্সটাইল, আইসিবি থার্ড এনআরবি মিউ: ফা: সোনালি পেপার, প্রাইম ব্যাংক, এপেক্স স্পিনিং, বিডি থাই ফুড, বাটা সুজ, ওরিয়ন ইনফিউশন, বীচ্ হ্যাচারী ও রেকিট বেঙ্কিজার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, শাইনপুকুর সিরামিকস, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ইউনিক হোটেল, জেনেক্স ইনফোসিস, সামিট অ্যালায়েন্স পোর্ট, জেএমআই হাসপাতকাল, বসুন্ধরা পেপার, মনোস্পুল পেপার ও আমরা নেট ওয়াকর্স ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫১৬৭৭৮৩২৪৩১.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে কমেছে লেনদেন https://corporatesangbad.com/12580/ |