নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ রুবেল হোসেন ওরফে রুবেলক গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এসময় ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন চয়নী চারা কামার পাড়া এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী রুবেল হোসেনকে (৩২) গ্রেফতার করে র্যাব-৩।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত রুবেল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মামলা নং-১৮/১৮,তারিখ-২৬/০১/২০২৩ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) ধারায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামী। সে ভিকটিমকে অপহরণ করে তার পরিবারের নিকট মুক্তিপন হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিল। তার দাবীতে ভিকটিমের পরিবার রাজি না হওয়ায় সে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদানসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত। অপহরণের পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:
মাদারীপুরে চাঞ্চল্যকর দাদন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তুরাগে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার https://corporatesangbad.com/12521/ |