![]() |

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের অভিযানিক দল।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর-রংপুর সড়কের কামারপুকুর এলাকায় পঞ্চগড়গামী নাবিল পরিবহনে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩৩৩গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম প্রায় দুই কোটি টাকা।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকার আব্দুর রহিম ও মোহাম্মদ উল্লাহ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, “এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন দফতরটির পরিদর্শক শফিকুল ইসলাম।”
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নীলফামারীতে ২০টি স্বর্ণের বারসহ আটক ২ https://corporatesangbad.com/12430/ |