স্টাইলক্রাফট নগদ লভ্যাংশ পাঠিয়েছে

Posted on February 12, 2023

পুঁজিবাজার ডেস্ক: ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফট লিমিটেড। এর আগে আলোচ্য হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকান হয়েছে ৫ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৯৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২ টাকা ১৮ পয়সা।