তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর, শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশের কঠোর পদক্ষেপের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে বন্ধ হতে যাচ্ছে তিন চাকার যান চলাচল। বুধবার থেকে শুরু হয়েছে প্রথম অবস্থায় সকালে মাইকিং করে হাইওয়ে
পুলিশ জানায়, মহাসড়কে তিন চাকার যানবাহন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঢাকা সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, ভটভটি, করিমন ও নসিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। এরপরও মাঝে মাঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে তিন চাকার ছোট যান চলাচল করে। এখন থেকে মহাসড়কে যেন কোনো ধরনের তিন চাকার যান চলাচল না করে এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধ করতে হাইওয়ে পুলিশ সবসময় দায়িত্ব পালন করে আসছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ তিন চাকার যানবাহন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যেসব যানবাহন এ নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অমান্য করে তারপর ও যদি এই দুঃসাহস করে মহাসড়কে তিন চাকার যান নিয়ে চলাচল করে তাহলে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনের প্রয়োগ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যান চলাচলে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ https://corporatesangbad.com/12350/ |