অতিরিক্ত লবণ খেলে যত ক্ষতি

Posted on February 11, 2023

স্বাস্থ্য ডেস্ক : লবন ছাড়া দৈনিন্দন জীবনে খাবার খাওয়া অসম্ভব। রান্নায় লবণ না দিলে ওই রান্না আর খাওয়া যায় না। লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। আমাদের শরীরের অভ্যন্তরীণ কাজ করার জন্য লবণের সোডিয়াম অংশটি খুবই জরুরি। কিন্তু অতিরিক্ত লবণ খেলে হতে পারে মারাত্মক রোগ।

আসুন জেনে নেয়া যাক অতিরিক্ত লবণ খেলে কী অসুবিধা হতে পারে।

১) অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। রক্তচাপ বাড়ে এবং হাড়কে দুর্বল করে দেয়।

২) শরীরে লবণের পরিমাণ বেশি হলে শরীরে পানি জমে যায়। যার জেরে শরীরে উচ্চ রক্তচাপ তৈরি হয়।

৩) অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ব্রেন স্ট্রোকের পক্ষে ক্ষতিকারক।

৪) শিশুদের ক্ষেত্রে বাড়তি লবণ কিডনি, লিভার ও মস্তিষ্কের ক্ষতি করে।

৫) হাড়ের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম। অতিরিক্ত লবণ গ্রহণ করলে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যায়। হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে অস্টিওপোরোসিস রোগ দেখা যায়।

৬) অতিরিক্ত লবণ মস্তিষ্কের নিউরণকে প্রভাবিত করে।

৭) পাকস্থলীর ঘা এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে।

আরও পড়ুন:

বড়ই বা কুলের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন

কোন ব্যথা অ্যাপেনডিসাইটিসের? চেনার উপায় জেনে নিন