নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর এলাকা হতে ১৬ কেজি গাঁজাসহ অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ শরিফ মিয়া ও তার অন্যতম সহযোগী মোঃ আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব ৩।
রাজধানীর আদাবর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ শরিফ মিয়া (২৭), পিতা-মোঃ ইকবাল হোসেন, সাং-কালিপুর দক্ষিন পাড়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ এবং তার অন্যতম সহযোগী ২। মোঃ আলামিন (২৩), পিতা-মোঃ বাছির মিয়া, সাং-চানপুর, পোঃ-শিমুলকান্দি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে ১৬ কেজি গাঁজা, ০১ টি মোটরসাইকেল এবং ০১ টি মোবাইলসহ ১০/০২/২০২৩ তারিখ সকাল ০৮০০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। এছাড়াও ধৃত শরিফ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৫ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আদাবর হতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেফতার https://corporatesangbad.com/12225/ |