চলতি বছর ৯০ লাখ টন চিনি রপ্তানি করবে থাইল্যান্ড

Posted on February 10, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০২২-২৩ উৎপাদন বছরে ৯০ লাখ টন চিনি রপ্তানি করার প্রত্যাশা করছে থাইল্যান্ড। আগের বছরের চেয়ে যা ১৭ শতাংশ বেশি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশটির আখ ও চিনি বোর্ডের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

থাই বোর্ডের কৌশল ও পরিকল্পনা বিভাগের পরিচালক সমরত নোয়ান রয়টার্সকে বলেন, এই বছর ১১৫ লাখ টন চিনি উৎপাদনের আশা করছে থাইল্যান্ড। আগামী মার্চে শেষ হওয়া মৌসুমে ১০৬০ লাখ টন আখ মাড়াই করবে দেশটি।

তিনি বলেন, থাইল্যান্ডে প্রতি বছর ২৫ লাখ টন চিনি দরকার হয়। অর্থাৎ দেশটিতে এই সংখ্যক ভোক্তা রয়েছেন। বাকি সব রপ্তানি করা হয়।

সমরত বলেন, আলোচিত বছরে থাইল্যান্ডে ১০০০ লাখ টন আখ উৎপাদিত হবে। ২০১৯ সালের পর যা সর্বোচ্চ। বর্তমানে বিশ্ববাজারে চিনির দাম ভালো রয়েছে। এতে আখ উৎপাদনে উৎসাহিত হয়েছেন কৃষকরা।

এছাড়া অনুকূল জলবায়ুর কারণে কৃষিজ পণ্যটির ব্যাপক উৎপাদন হয়েছে বলে মনে করেন তিনি।

২০২১-২২ বছরে প্রায় ১০০ লাখ টন চিনি উৎপাদন করে থাইল্যান্ড। গত বছরে ৯০২ লাখ টনেরও বেশি আখ মাড়াই করে দেশটি। আর ৭৫ লাখ টনেরও অধিক চিনি রপ্তানি করে তারা।