আন্তর্জাতিক ডেস্ক : ফেব্রুয়ারির শেষে জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সম্মেলনের আবেদন করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। সোমবার টুইট করে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ভারত এখন জি-২০-র প্রেসিডেন্ট। সেই উপলক্ষেই তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন। ফোনে দুইপক্ষের বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। সেখানে মোদীর কাছে জেলেনস্কি আবেদন করেছেন একটিশান্তি ফর্মুলা তৈরি করার জন্য। বস্তুত, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের কথা মাথায় রেখেই এই আবেদন করেছেন বলে দাবি জেলেনস্কির।
জেলেনস্কি জানিয়েছেন, মোদী বলেছেন, দ্রুত এই যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন। বেসামরিক মানুষের দুর্গতি বন্ধ হওয়া দরকার। শান্তি প্রতিষ্ঠায় ভারত ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মোদী, দাবি ইউক্রেনের।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করলেও ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেনি। জাতিসংঘে ইউক্রেনযুদ্ধ সম্পর্কিত প্রায় সব ভোটে ভারত নিজেকে বিযুক্ত রেখেছে।
জেলেনস্কি জানিয়েছেন, ভারত এখন জি-২০-র প্রেসিডেন্ট। তাদের দায়িত্ব অনেক। শান্তি প্রতিষ্ঠার ফর্মুলাও সেই দায়িত্বের মধ্যে পড়ে।
অন্যদিকে, সোমবারই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা চান ফেব্রুয়ারির শেষে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ হস্তক্ষেপ করুক। তার বক্তব্য, জাতিসংঘই সবচেয়ে নিরপেক্ষ মঞ্চ। যুদ্ধের একবছরের মাথায় জাতিসংঘ মধ্যস্থতা করে যুদ্ধের সমাপ্তি ঘটাক।
কুলেবা জানিয়েছেন, যে কোনো যুদ্ধই শেষপর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেষ হয়। জাতিসংঘই সেই আলোচনার সবচেয়ে ভালো জায়গা। সাংবাদিকেরা কুলেবাকে প্রশ্ন করেছিলেন, রাশিয়াও সেই বৈঠকে যোগ দেবে তো? কুলেবার মন্তব্য, তার আগে আন্তর্জাতিক আদালতে রাশিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যুদ্ধে তারা যে অপরাধ করেছে, তার জবাব দিতে হবে।
ইউক্রেন চায়, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস স্বয়ং এই সভা পরিচালনা করুন। গুতেরেস যুদ্ধ বন্ধ করার জন্য এর আগেও হস্তক্ষেপ করেছিলেন বলে জানিয়েছেন কুলেবা। তাই তাকে সামনে রেখেই ফেব্রুয়ারিতে শান্তি আলোচনা শুরু করতে চায় ইউক্রেন। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শান্তি প্রতিষ্ঠায় মোদীর হস্তক্ষেপ চান জেলেনস্কি https://corporatesangbad.com/1196/ |