পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর থেকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়াসহ ৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন (পবিপ্রবি) কর্মকর্তাদের একাংশ । ৮ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর দেড় ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. ওয়াজকুরুনী,সহ-সভাপতি আতাউর রহমান প্রমুখ। এসময় পবিপ্রবির ৮২০ জন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দাবিগুলোর মধ্য রয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রশাসনের বাইরে বদলি করা। সকল কর্মকর্তাদের সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেডে এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা। অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের রাখাসহ ৬ দফা দাবি জানান।
দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পবিপ্রবির কর্মকর্তাদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন https://corporatesangbad.com/11897/ |