নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সমন্বিত উদ্যোগের কারণে দেশের পুঁজিবাজারের ভিত্তি মজবুত হয়েছে। খুব শীঘ্রই পুঁজিবাজারের নানা সমস্যা কেটে যাবে৷
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গুলশানের বিলকিস টাওয়ারে ডিএসইর নতুন ট্রেকহোল্ডার কোম্পানি এমকেএম সিকিউরিটিজ লিমিটেডের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সাইফুর রহমান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নতি করতে হলে শক্তিশালী পুঁজিবাজারের বিকল্প নেই৷ আর শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ক্ষেত্রে সকলের এগিয়ে আসতে হবে৷ বিনিয়োগকারীদের পাশাপাশি বাংলাদেশের পুঁজিবাজারের পরিধিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিনিয়োগকারীর সঞ্চিত অর্থ দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে।
ডিএসইর ভারপ্রাপ্ত এমডি বলেন, শেয়ারবাজারের সেবা প্রদানকারী এবং বিনিয়োগকারী উভয়ই বাজার সম্পর্কে সঠিক বিশ্লেষণের জন্য ট্রেনিং এবং ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন৷ বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ করতে গেলে ট্রেকহোল্ডার কোম্পানির কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করতে হবে৷ তিনি বর্তমান পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করার অনুরোধ জানান৷
তিনি বলেন, আমরা প্রত্যেকটি ট্রেকহোল্ডার কোম্পানিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, যেন ট্রেকহোল্ডার কোম্পানি তাদের বিনিয়োগকারীদের যথোপযুক্ত সেবা নিশ্চিত করতে পারে এবং তাদের ডিলার একাউন্টে যথোপযুক্ত সময়ে বিনিয়োগ করতে পারে৷
এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. কে. এম. মহিউদ্দিন এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
খুব শীঘ্রই পুঁজিবাজারের সমস্যা কেটে যাবে : সাইফুর রহমান https://corporatesangbad.com/1180/ |