আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাস ও কারের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, বাসটি গিলগিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল, অন্যদিকে, প্রদেশের শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসছিল একটি কার। এসময় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে অন্ধকারে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।
দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি নিহতদের প্রতি শোক জানিয়েছেন। গিলগিত-বালতিস্তানের কাছে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। আহতদের সবধরনের সহায়তার নির্দেশও দিয়েছেন তিনি।
গিলগিত-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদও দুঃখপ্রকাশ করেছেন এ হতাহতের ঘটনায়। আহতদের সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। সূত্র: জিও নিউজ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পাকিস্তানে বাস-কার সংঘর্ষে ৩০ জন নিহত https://corporatesangbad.com/11685/ |