ক্যাটাগরি পরিবর্তন জিবিবি পাওয়ারের

Posted on December 27, 2022

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ২৮ ডিসেম্বর, বুধবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০২০ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ১১.৫০ শতাংশ, নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত ৩ বছরে কোন বোনাস শেয়ার ঘোষণা করেনি ।

পর্যবেক্ষনে আরো দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৭ সালে ১ টাকা ১৫ পয়সা, ২০১৮ সালে দশমিক ৯৪ পয়সা, ২০১৯ সালে দশমিক ৭৬ পয়সা, ২০২০ সালে ১ টাকা ১৪ পয়সা, এবং ২০২১ সালে ১ টাকা ৫০ পয়সা।

আরো দেখুন......ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর ৬১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত