বাংলাদেশ ব্যাংকের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

Posted on February 7, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই তহবিলের আওতায় রপ্তানি করা স্থানীয় মুদ্রায় কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে ১৮০ দিন মেয়াদে ৪ শতাংশ হারে ঋণ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মিস মাকসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুফারাহ মোঃ নাসের এবং নির্বাহী পরিচালক এমএস নুরুন নাহার।