মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবর হাফেজী নামে একজন তরুন নিহত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ১২ টার দিকে শাহারবিল ইউনিয়নস্থ রামপুর বাজারের পরে ও কোরারখালী নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একটু সামনে টমটম ও পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ফলে টমটম গাড়িতে থাকা যাত্রী বাবর হাফেজী গুরতুর আহত।
গুরতুর আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত বাবর হাফেজী চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬ টার সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, আজ সাড়ে ১২ টার শাহারবিল ইউনিয়নের রামপুর বাজারের পরে টমটম ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি পালিয়ে গেছে এখনো আমরা আটক করতে পারি নি।গাড়িটি ও চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনা কবলিত টমটম গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি আরো বলেন, নিহত পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত বাবর হাফেজী ঢেমুশিয়া ইউনিয়নের (৬ নং ওয়ার্ড) গান্ধী পাড়ার মৃত দিল মোহাম্মদের ৩য় পুত্র।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ https://corporatesangbad.com/11440/ |