ম্যারিকোর ক্রেডিট রেটিং প্রকাশ

Posted on February 6, 2023

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে ।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘এএ+’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। কোম্পানিটির, ৩০ সেপ্টেম্বর, ২২ ও ২০২৩ অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বর্তমানে অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ । এর মধ্যে ৯০ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালক , ৬.৫৪ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১.৯৭ শতাংশ বৈদেশিক বিনয়োগ কারী এবং অবশিষ্ট ১.৪৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।