Corporate Sangbad | Online Bangla NewsPaper
বিনোদনভিডিও গ্যালারী

মাহি-শান্ত’র ‘বুবুজান’ সিনেমার টিজার

বিনোদন ডেস্ক : নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত ‘বুবুজান’ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা ‘বুবুজান’।

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় বুবুজানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে মাহির ভাইয়ের চরিত্রে আছেন চিত্রনায়ক শান্ত খান, তার বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

শান্ত খান বলেন, ‘সিনেমাটি গল্প নির্ভর। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেম মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল।আর সালওয়া আমার নায়িকা। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে।আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।’

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেস মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং ট্যুস্ট আসে। যেটা সবার ভাল লাগবে।

আরো খবর »

ফের বড় পর্দায় অজয়-টাবু জুটি

উজ্জ্বল হোসাইন

অভিনেত্রী প্রভাকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

উজ্জ্বল হোসাইন

স্কটল্যান্ডে শুটিংয়ে আহত অক্ষয়

Tanvina