নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার, পিএইচডি এবং ব্যাবস্থাপনা পরিচালক হয়েছেন এএসএম হাসিব হাসান।
শনিবার (০৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার কোম্পানিটির কোম্পানিটির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং এএসএম হাসিব হাসান শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নমিনি ডিরেক্টর হিসেবে রাবেয়া হক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মাহামুদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মোহাম্মদ মাসুম ইকবাল নির্বাচিত হয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইমাম বাটনের নতুন চেয়ারম্যান সগির হোসেন, এমডি হাসিব হাসান https://corporatesangbad.com/10987/ |