পুরস্কারে লাথি মারা বডিবিল্ডার জাহিদ আজীবন নিষিদ্ধ

Posted on December 27, 2022

স্পোর্টস ডেস্ক : উপস্থিত বিচারকদের সামনে প্রাপ্ত পুরস্কারে লাথি মারা কাণ্ডে আজীবন নিষিদ্ধ হলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। সম্প্রতি শেষ হওয়া জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় দ্বিতীয় হন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর তাতে লাথি মেরে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

এমনকি জাহিদের পুরস্কারে লাথি মারার ভিডিওটি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। বিতর্কিত ঘটনাটির জন্য জাহিদকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন।

গত ২৩ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় ১১ সদস্যের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সিদ্ধান্তে রৌপ্য পদক লাভ করেন জাহিদ। বিচারকদের এই রায় তাকে সন্তুষ্ট করতে পারেনি জাতীয় পর্যায়ে চারবার স্বর্ণজয়ী এ বডি বিল্ডারকে। তৎক্ষণাৎ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মঞ্চ থেকে নেমে পুরস্কারে লাথি মেরে নিজের ক্ষোভ প্রকাশ করেন জাহিদ। এই ঘটনায় জরুরি সভার ডাক দেয় ফেডারেশন। সভা শেষে জাহিদকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

রোববার (২৫ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাহিদকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দেয় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘তার এমন কর্মকাণ্ডে অন্যরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এমন কাজের দ্বারা সে প্রতিযোগিতা চলাকালীনই শৃঙ্খলা ভেঙেছে। শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে তাকে আজীবন নিষিদ্ধ করা হলো।’

অনেকে বডিবিল্ডার জাহিদের পক্ষে কথা বললেও ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাঈম বলেন, ‘আমাদের সমালোচনা করার আগে এ ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। কারণ টুর্নামেন্টটিতে আন্তর্জাতিক বিচারকরাও ছিলেন।’

আরও পড়ুন:

পরিবারের সঙ্গে বড়দিন পালন করে বিতর্কে সালাহ

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব