টেকনাফে বিজিবি'র পৃথক অভিযান, ২ লক্ষাধিক ইয়াবা জব্দ

Posted on February 4, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দুই লাখ পাঁচ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছেন।

বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়নের সাবরাং বিওপি’র সদস্যরা বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নাফনদী তীরে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে এ পরিমাণ ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবির ধাওয়ার মুখে তিনজন পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরো জানিয়েছেন, আরেক অভিযানে টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি’র একটি টহলদল দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি সিএনজিচালিত ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে দুই হাজার ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়। সেই সাথে আটক করা হয় এক রোহিঙ্গা পাচারকারীকে।

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং বিওপি'র অপর একটি টহলদল গতরাতে হোয়াইক্যং চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।