নিজস্ব প্রতিবেদক : পু্ঁজিবাজারের ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের ব্যাংক ঋণের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখার নিয়ম শিথীল করল বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে৷
এতে বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ ব্যাংক ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ঋণের জন্য ২ শতাংশ প্রভিশন রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে নতুন নিদর্শনা অনুযায়ী, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১ শতাংশ প্রভিশন সাধারণ সংরক্ষণ করতে হবে।
নতুন এই সুদ হার আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পুঁজিবাজারের ঋণ সহজ করল বাংলাদেশ ব্যাংক https://corporatesangbad.com/10752/ |