লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

Posted on February 2, 2023

নিজস্ব প্রতিবেদক : আজ (২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬১ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২৭ লাখ ৮৬ হাজার টাকার।

৪১ কোটি ৭ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, আমরা নেটওয়ার্কস, সামিট আল্যায়েন্স এবং ইউনিক হোটেল।