নিজস্ব প্রতিবেদক : আজ (২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ২৭.১৬ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৮ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৯ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৪০ টাকা বা ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ই-জেনারেশনে ২ দশমিক ৮০ শতাংশ, এডিএন টেলিকমের ২ দশমিক ৪৮ শতাংশ, আমরা টেকনোলজির ২ দশমিক ১৫ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১ দশমিক ৫৫ শতাংশ, আইটিসির ১ দশমিক ৪৮ শতাংশ, ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্সের ১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১ শতাংশ, জিলবাংলা সুগারের দশমিক ৯৯ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের দশমিক ৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
লুজারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স https://corporatesangbad.com/10679/ |