Corporate Sangbad | Online Bangla NewsPaper
আন্তর্জাতিক

রাশিয়ায় সমলিঙ্গের প্রেম ও বিয়ে নিষিদ্ধ করে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ডিসেম্বরে নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন। ওই আইনে বিপরীত লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বলা হয়েছে। সমলিঙ্গের প্রেম এবং বিয়েসহ সমস্ত কিছুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি দেশটিতে সমলিঙ্গের প্রেম বা বিয়েকে সমর্থন করে এমন বই, সিনেমা, শিল্পকর্মের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

সরকার জানিয়েছে, কোনো বই যদি সমলিঙ্গের বিয়ে বা প্রেমকে সমর্থন করে তবে সেই বই বাজার থেকে সরিয়ে ফেলতে হবে। বই বিক্রি বন্ধ করে দিতে হবে। এই ধরনের সিনেমাও রাশিয়াতে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি সমলিঙ্গের বিয়ে বা প্রেমকে সমর্থন করে কিছু লিখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। সমলিঙ্গ প্রসঙ্গে কোনো আলোচনাই করা যাবে না। রাশিয়ার সংবাদমাধ্যম দাবি করেছে, এই জরিমানার পরিমাণ পাঁচ মিলিয়ন রাশিয়ান রুবল পর্যন্ত হতে পারে।

টেলিভিশন এবং সংবাদমাধ্যমের জন্যও একটি আইন তৈরি করা হচ্ছে বলে দেশটির একাধিক সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছে।

এই নতুন আইন নিয়ে দেশটির ভিতরে এবং বাইরে নিন্দা শুরু হয়েছে। অনেকেই এর প্রতিবাদ করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে সরকার এই আইন প্রবর্তন করেছে, তাতে এর প্রতিবাদ করে কোনো লাভ হবে না। সূত্র: ডয়চে ভেলে

আরো খবর »

৯৬১ বারের চেষ্টায় ড্রাইভিং লাইসেন্স পেল দক্ষিণ কোরিয়ার নারী

Tanvina

ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি, দূষণে শীর্ষে চিয়াং মাই

Tanvina

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে থামাতে পারি : ট্রাম্প

Tanvina