টি-২০ সিরিজেও ভারতের কাছে লজ্জার হার নিউজিল্যান্ডের

Posted on February 2, 2023

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যৎ শুভমান গিল। প্রতি ম্যাচেই গিল প্রমাণ করে দিচ্ছেন যে, কেন তাঁর ওপর প্রত্যাশার পারদ গগনচুম্বী হয়ে যাচ্ছে। সেঞ্চুরি করাটাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন পাঞ্জাবের ৩২ বছরের এই ক্রিকেটার।

বুধবার (১ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। ডু-অর-ডাই ম্যাচে, যে জিতবে সিরিজ তাদের। সেই ম্যাচেই ফের জ্বলে উঠল গিলের ব্যাট। তাঁর শতরানে ভর করেই ভারত নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে গেল মাত্র ৬৬ রানে। ভারত জিতল ১৬৮ রানে। তৈরি হল নতুন রেকর্ড। রানের বিচারে আইসিসি-র পূর্ণ সদস্য মর্যাদাসম্পন্ন দেশগুলির বিরুদ্ধে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। অতীতে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিলে ভারত। ওয়ানডে-র পর এবার টি-২০ সিরিজেও ভারতের কাছে লজ্জার হার নিউজিল্যান্ডের।

এদিন টস জিতে হার্দিক ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়ে ছিলেন মিচেল স্যান্টনারদের। ঈশান কিশান ও গিল ওপেন করতে নামেন। তবে ঈশান মিশেল ব্রেসওয়েলের বলে মাত্র ১ রানে এলবিডব্লিউ হয়ে যান। গিলকে সঙ্গ দিতে তিনে নেমেছিলেন রাহুল ত্রিপাঠী। রাহুল ২২ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান। ঈশ সোধির বলে লকি ফার্গুসনের হাতে ক্যাচ তুলে দেন। গিল একটা প্রান্ত ধরে রেখেছিলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলার মানসিকতা নিয়েই তিনি মাঠে নামেন। এদিন গিল তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথম শতরানের স্বাদ পেলেন। মাত্র ৫৪ বলে শতরান করে ফেলেন তিনি। পঞ্চম ভারতীয় হিসাবে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তিন রানের অংকের দেখা পেলেন। এদিন গিল ২০০-র স্ট্রাইক রেটে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন। ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকালেন গিল। নিউজিল্যান্ডের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন অবলীলায়। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল এর আগে বিরাট কোহলির। গতবছর তিনি এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১২২ রান। সেটিই ছিল কোহলির জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। কোহলিকে মাত দিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন গিল। এদিন গিলকে সঙ্গ দেন আরও দুই ব্যাটার। চারে নেমে সূর্যকুমার যাদব ১৩ বলে ২৪ রানের ক্যামিয়ো ইনিংস খেলে ফিরে যান। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ১৭ বলে ঝোড়ো ৩০ রানের ইনিংস খেলেন।

ভারতের রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ এদিন তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায়। মাত্র ২১ রানে চলে যায় দলের প্রথম পাঁচ উইকেট। পরের পাঁচ উইকেট যায় ৪৫ রানে। গোটা ২০ ওভারও খেলতে পারেনি নিউজিল্যান্ড। ১২.১ ওভারে ৬৬ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। ভারতীয় বোলাররা আহমেদাবাদে জুজু হয়ে গিয়েছিলেন কিউয়ি ব্যাটারদের সামনে। হার্দিক একাই তুলে নিলেন চার উইকেট। অর্শদীপ সিং, শিবম মাভি ও উমরান মালিক পেলেন দুই উইকেট করে।

আরও পড়ুন:

বাংলাদেশ সফরে দল নির্বাচন নিয়ে বিপাকে ইংল্যান্ড

মাশরাফির সিলেটে ইরফান ও নাইব

রেকর্ড মূল্যে চেলসিতে আর্জেন্টাইন তারকা ফার্নান্দেজ