Corporate Sangbad | Online Bangla NewsPaper
সারাদেশ

ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ভাটারার সাঈদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭) ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।

তিনি বলেন, আইনি প্রক্রিয়ার শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে।

আরো খবর »

গাজীপুরে জুস খেয়ে অসুস্থ শিশু, ১০ জন গ্রেফতার

Tanvina

জুড়ী নদীতে ভাঙ্গনের আতঙ্কে এলাকাবাসী

উজ্জ্বল হোসাইন

এনায়েতপুরে পুষ্টিচাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

উজ্জ্বল হোসাইন