Corporate Sangbad | Online Bangla NewsPaper
অর্থ-বাণিজ্য

আবারও বাড়লো রফতানি আয়ের ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) রফতানিকারকদের জন্য ডলারের দাম আরেক দফা বাড়িয়েছে। ফলে এখন থেকে রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৩ টাকা।

নতুন এ সিদ্ধান্ত বুধবার (১ ফেব্রুয়ারি) কার্যকর হয়েছে।

এবিবি ও বাফেদা’র নেতারা গত মঙ্গলবার ডলারের দাম নির্ধারণে বৈঠকে বসেন। ওই বৈঠকে রফতানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়ানো হয়। বুধবার বাফেদা ও এবিবি সব ব্যাংককে চিঠি দিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাফেদার চিঠিতে বলা হয়, এখন থেকে রফতানি আয়ের ক্ষেত্রে রফতানিকারকদের জন্য প্রতি ডলারের দাম হবে ১০৩ টাকা। গত জানুয়ারিতে রফতানি আয়ের বিপরীতে ডলারের দাম ১০২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে রফতানি আয়ে প্রতি ডলারের দাম ছিল ১০১ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে রফতানিকারকেরা আগের তুলনায় বেশি অর্থ পাবেন।

রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম আগের মতো ১০৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ প্রবাসীরা বৈধ পথে বিদেশ থেকে যে ডলার পাঠাবেন, তার বিপরীতে প্রতি ডলারের জন্য ১০৭ টাকা করে পাবেন উপকারভোগীরা। এ ছাড়া আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য হবে প্রবাসী ও রফতানি আয়ের জন্য ঠিক করা দামের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি।

আরো খবর »

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ: কেজিতে বৃদ্ধি ৫-১০ টাকা

উজ্জ্বল হোসাইন

আজও খোলা আছে ব্যাংক

উজ্জ্বল হোসাইন

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Tanvina