নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি আগের বছরের একই সময়ের তুলনায় আদা আমদানি কমেছে অন্তত ৭০ শতাংশ।
ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, ভারতে সরবরাহ কম থাকা, এলসি জটিলতা ও ডলার সংকটই মূলত মসলাজাত পণ্যটির আমদানি কমার মূল কারণ।
আমদানি কমে যাওয়ায় দেশের বিভিন্ন বাজারে আদার দামে ঊর্ধ্বমুখিতা দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম ৩০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।
ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগের তথ্যে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি করা আদার পরিমাণ ছিল ৪৩ হাজার ৩৭৫ টন, যার আমদানি মূল্য ছিল ৩৬৪ কোটি ৪৪ লাখ টাকা। এখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ১৮ কোটি ৩২ লাখ টাকা। চলতি ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ১৩ হাজার ৪৫৪ টন, যার আমদানি মূল্য ১৩৮ কোটি ১৭ লাখ টাকা। আমদানীকৃত এই পণ্য থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৬ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে আদা আমদানি কমেছে ২৯ হাজার ৯২১ টন। পণ্যটি থেকে সরকারের রাজস্ব কমেছে ১১ কোটি ৪১ লাখ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভোমরায় আদা আমদানি কমেছে ৭০ শতাংশ https://corporatesangbad.com/10482/ |