নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্থায়ী সম্পদ পূণ:মূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া কোম্পানিটিতে ডেফার্ড ট্যাক্স গণনা না করা ও মূসক জমা না দেওয়ার মতো ঘটনা আছে। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানানো হয়েছে।
নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজের জমি ২০১৫ সালে পূণ:মূল্যায়ন করা হয়েছে। এরপরে আর করেনি। কিন্তু আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ি, ওই সম্পদ ২০১৫ সালের পরে ৩-৫ বছর অন্তর পূণ:মূল্যায়ন করা দরকার ছিল।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ি, ডেফার্ড ট্যাক্স হিসাব করে না বলে জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, এই কোম্পানি কর্তৃপক্ষ মূসক জমা দেয়নি। এজন্য জরিমানা আরোপ করা হতে পারে। কিন্তু এজন্য কোন সঞ্চিতি (প্রভিশনিং) গঠন করেনি।
সহযোগি কোম্পানিতে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি টাকার বিনিয়োগ বেড়েছে। যা সহযোগি কোম্পানির স্থায়ী সম্পদ পূণ:মূল্যায়নের মাধ্যমে হয়েছে। যা অনিরীক্ষত।
উল্লেখ্য, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৫৯.২৬ শতাংশ। কোম্পানিটির বুধবার (০১ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ১৯.৩০ টাকায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অলটেক্স ইন্ডাস্ট্রিজের আর্থিক হিসাবে নিরীক্ষকের আপত্তি https://corporatesangbad.com/10451/ |