Corporate Sangbad | Online Bangla NewsPaper
অর্থ-বাণিজ্য

দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বরাবর পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কোনও কোনও আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ না করে আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন স্বল্পমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ করে লিজ অর্থায়নের মত দীর্ঘমেয়াদী বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। ফলে কোনও কোনও আর্থিক প্রতিষ্ঠান তহবিলের ম্যাচুরিটি মিসমেসের কারণে আন্তঃব্যাংক লেনদেন হতে উদ্ভূত দায় এবং আমানতকারীদের অর্থ মেয়াদান্তে পরিশোধে ব্যর্থ হচ্ছে, যা প্রত্যাশিত নয়।

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখা ও বিদ্যমান ম্যাচুরিটি মিসমেসের সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পাবলিক মানি ঝুঁকি হ্রাসের লক্ষে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তঃব্যাংক লেনদেন পরিহার করে বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরো খবর »

৩ মাসে ৬০ হাজার ৬১২ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ

Tanvina

শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের আমানত কমছে

Tanvina

মার্চ মাসের ২৪ দিনে ১৫৯ কোটি ৭৫ লাখ ডলার পাঠিয়েছে প্রবাসীরা

Tanvina