বদরখালীর মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত

Posted on February 1, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বদরখালীর বাসিন্দা মরহুম মজলুম জননেতা মোজাম্মেল হক বীর মু্ক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছে।

সমবায় আন্দোলনের অগ্রদূত, বদরখালী সমবায় জনতার প্রাণের স্পন্দন, মজলুম জননেতা, গণ অধিকার বাস্তবায়ন পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সম্পাদক, আরকান সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন, মেসার্স বদরখালী পরিবহন সংস্হা সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি (রেজিঃ নং-১০৮৫).কেবি জালাল উদ্দিন সড়কের টেক্সী বতর্মান সিএনজি লাইনের প্রতিষ্ঠাতা মরহুম মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্ত হয়েছে। তিনি জীবদ্দশায় স্বীকৃতিটি পেলে হয়ত উনি নিজকে গৌরবান্বিত মনে করতেন। মরহুম মোজাম্মেল হক গেজেটভুক্তির জন্য তদবির করেন নাই। তিনি সব সময় দেশের জন্য ও পরে জন্য নিজের জীবনের সব সময়টুকু বিলিয়ে দিয়েছেন। মৃত্যুর দীর্ঘদিন পর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়ায় উনার আত্নাটি ওপারে শান্তি পাবে মনে করেন বদরখালীবাসী।

মরহুম মোজাম্মেল হকের সন্তান ওমর ফারক বদরী বলেন,আমার বাবা মজলুম জননেতা মরহুম মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।আমার বাবা মরহুম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট হয়েছে বলে ১৭ জানুয়ারি বাংলাদেশ সরকার একটা পজ্ঞাপন জারি করে।কিন্তু আমরা জানতে পারি ৩১ জানুয়ারি রাতে।

তিনি আরো বলেন, আমার বাবা যদি বেঁচে থাকত তাহলে আজকে অনেক খুশি হতেন।তবু তার মৃত্যুর দীর্ঘদিন পরে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্ত হওয়ায় অন্ততত তার আত্মশান্তি পাবে।