কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’

Posted on February 1, 2023

বিনোদন ডেস্ক : এবার কানাডায় মুক্তি পাচ্ছে দেশের আলোচিত সিনেমা ‘পরাণ’। ইতোমধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, হ্যালিফ্ল্যাক্সসহ ১২ শহরে দেখানো হবে ছবিটি।

ছবির পরিচালক রায়হান রাফি গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এর আগেই কানাডায় মুক্তির কথা ছিল আমাদের সিনেমাটির। সেই সময় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকে দারুণ সাড়া পাচ্ছিলাম। পরে জানতে পারি, কানাডায় বসবাসরত বাঙালিদের ছবিটি দেখার আগ্রহ আছে। তারা নিয়মিত ফেসবুকে ও বিভিন্ন জায়গায় মন্তব্য করে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। মূলত তাদের আগ্রহেই সিনেমাটি কানাডায় মুক্তির উদ্যোগ নিয়েছি। আগামী শুক্রবার থেকে কানাডার ১২টি থিয়েটার হলে সপ্তাহব্যাপী চলবে ছবিটি।’

কানাডায় ছবিটি পরিবেশনার দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, ‘প্রথম সপ্তাহে কানাডার বিভিন্ন শহরে আটটি সিনেপ্লেক্স ও চারটি ল্যান্ডমার্ক থিয়েটার হলে চলবে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে কানাডার আরও দুটি নতুন শহরে মুক্তির কথা আছে ছবিটির।’

গত বছর ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পরাণ’। বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে পরাণ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এ ছাড়াও আছেন রোজী সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির দাবি, ‘পরাণ’ নির্মিত হয়েছে ৮৩ লাখ টাকায়। মুক্তির পর ছবিটি কয়েক কোটি টাকা ব্যবসা করেছে বলে শোনা যায়।

আরও পড়ুন:

নওয়াজউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

সিনেমার কোনও ধর্ম নেই : শাহরুখ

বিয়ের জন্য পাত্র খুঁজছেন রাইমা সেন

অভিনেত্রী আঁখির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে