সাউথইস্ট ব্যাংকের আয়োজনে বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন

Posted on February 1, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক: সম্প্রতি বগুড়ায় সাউথইস্ট ব্যাংক লিমিটেডের আয়োজনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এম্পয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এস ই আইপি) প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি (২য় ব্যাচ) এর উদ্বোধনকরা হয়।

এই স্কিমের অধীনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিসিএমএসএমই সেক্টরের আওতায় নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসার সুযোগ তৈরিএবং অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক, এ. এফ. এম. শাহীনুল ইসলামপ্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর নির্বাহী পরিচালক ডঃ খন্দকার আলমগীর হোসেন।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও চিফ প্রজেক্ট কো-অর্ডিনেটর (এস ই আই পি) মোঃ নজরুল ইসলাম সহ বাংলাদেশ ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতছিলেন।