ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৪

Posted on February 1, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডের ধনবাদের একটি বহুতল ভবনে আগুন লেগে দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ধানবাদ ব্যাংক মোড় এলাকার ওই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী।

বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, ‘এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।’

ধানবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিংহ জানিয়েছেন, আহতদের নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। লাশগুলো ধানবাদ মেডিক‌্যাল কলেজে রাখা রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি শোকার্ত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি একটি ১৩ তলা ভবন।