সাউথইস্ট ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

Posted on January 31, 2023

নিজস্ব প্রতিবেদক : সাউথইস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি রপ্তানিমুখী শিল্পকে বিকশিত/সহায়তা/গতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত "এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইনান্স ফান্ড (ইএফপিএফ)" এর অধীনে ১০,০০০.০০ (দশ হাজার) কোটি টাকার তহবিল হতে রপ্তানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রপ্তানিমুখী গ্রাহকেরা তাদের রপ্তানি ব্যবসার কাঁচামাল সংগ্রহের জন্য প্রাক অর্থায়ন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের এর উপস্থিতিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।