পুঁজিবাজার ডেস্ক : আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমেছেও বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৭টি কোম্পানির ৭ কোটি ৫৭ লক্ষ ৭৫ হাজার ২৭০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৭৩ কোটি ৯ লক্ষ ৫১ হাজার ৫০৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১১.৭৯ পয়েন্ট কমে ৬২৬৭.০৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.২৩ পয়েন্ট কমে ২২১৯.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.২৬ পয়েন্ট কমে ১৩৬৬.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, বসুন্ধরা পেপার, ইস্টার্ন হাউজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, বিএসসি, ওরিয়ন ফার্মা, জেমিনী সী ফুড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও শাইনপুকুর সিরামিক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, লুব-রেফ, প্রগতী ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, যমুনা ওয়েল ও ইস্টার্ন হাউজিং।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল বীচ, বসুন্ধরা পেপার, জেএমআই হসপিটাল, মেট্রো স্পিনিং, সামিট অ্যারায়েন্স পোর্ট, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ইনফিউশন, বীকন ফার্মা, বিএসসি ও আমরা টেকনোলজি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫৪৭২৪১৬০৮০০.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচক কমলেও বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/10048/ |